জনপ্রিয় ধারাবাহিক ‘সীমারেখা’র নায়ক-নায়িকাকে নিয়ে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক৷ মাঝে মধ্যে ভিলেনদের নিয়েও মাতামাতি হয়৷ কিন্তু কিছু ধারাবাহিকের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো৷ নায়ক-নায়িকা-ভিলেনের থেকেও বেশি উৎসাহ পার্শ্ব চরিত্র নিয়ে৷
‘সীমারেখা’ ধারাবাহিকে পলা নামের মেয়েটি অত্যন্ত সাধারণ, মিষ্টি একটা মেয়ে৷ অভিনেত্রী সৌমি ঘোষ এই চরিত্রে অভিনয় করেন৷ সিরিয়ালে তাঁকে যেভাবে দেখানো হয় তাতে গার্ল নেকস্ট ডোর ফিলিং আসে সকলেরই৷
তবে বাস্তব জীবনে তাঁকে দেখলে চমকে যাবেন আপনি৷ সোশ্যাল মিডিয়ায় যাঁরা রয়েছেন তাদের হয়তো সৌমির বেশ কিছু ছবি চোখে পড়েছে৷ তাতেই অনেকেরই চক্ষু চড়কগাছ! আর যাদের চোখে পড়েনি তাদের জন্য রইল সৌমির সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া অবাক করে দেওয়া কয়েকটি ছবি৷
অতি সাধারণ চরিত্রে অভিনয় করা মেয়েটি যে গ্ল্যামারাস টলি অভিনেত্রীর চেয়ে কোনও অংশে কম নয়, তার প্রমাণ হল সৌমির ইনস্টাগ্রামের ছবি৷
হটনেসের এক অন্য ডেফিনেশন এনে দিয়েছেন সৌমি৷ ‘টিপ টিপ বরসা পানি’র রবিনা ট্যান্ডনকেও হার মানাচ্ছেন বলে অনেকের মত! সিরিয়ালের জগতে এতো বোল্ডনেস খুব অভিনেত্রীরই আছে৷ ট্রান্সলুসেন্ট শাড়িতে আট থেকে আশির বুকে ঝড় তুলতে সফল সৌমি৷
হট ফোটোশ্যুট থেকে শুরু করে সাধারণ সেলফি, চারিদিকেই যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ছে৷ সৌমির মিষ্টি মুখ দেখে কমপ্লিমেন্ট করার আগে তাঁর হট ছবি গুলো দেখে নেওয়া বেশ জরুরি৷ মিষ্টতার মধ্যে যে বেশ ভালো পরিমাণেই হটনেস রয়েছে তা বলাই বাহুল্য৷
অবশ্য কেবল হটনেসে নয়, নিজের ট্যালেন্টেও তিনি মাত দেন যেকোনও অভিনেত্রীকে৷
মিউজিকালি/টিকটকের ফ্যান তিনি৷ তাঁর ইনস্টাগ্রাম ভরতি মিউজিকালি ভিডিও৷ প্রায় প্রত্যেকটা ভিডিওতেই একটা ফিল্মি ফিল্মি ভাব রয়েছে৷ সঙ্গে তাঁর এক্সপ্রেশন৷ কোনটা ছেড়ে কোনটা দেখবে ভক্তরা! একদিকে হট অ্যান্ড সেক্সি অবতার, আবার অন্যদিকে মিউজিকালি ভিডিও৷ তবে ফ্যানদের কাছে সৌমির সবটাই ফেভারিট৷
গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….
মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….