1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

বিমানবালারা যেসব তথ্য কাউকে শেয়ার করে না

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ১৪৬ পাঠক

বিমান সেবিকা বা বিমানবালা যাই বলেন না কেন, কাজটা কিন্তু একই। ফ্লাইটের নানান ধরনের যাত্রীর নানান বায়না সামলানো থেকে শুরু করে তাদের সুরক্ষার দায়িত্বটা বিমানবালাদের ওপরই ন্যস্ত। বিমানে কোনো সমস্যা হলে কীভাবে যাত্রীদের শান্ত রাখতে হবে, সে গুরুভারও তাদেরই। ফলে বিমানবালাদের কাজের পরিধি বেশ লম্বা।

কিন্তু এমন বেশ কয়েকটি কাজও রয়েছে যা নিয়ে কখনোই বিমানবালাদের থেকে কোনো তথ্য পাওয়া যায় না।

জেনে নেয়া যাক সেই ৫ তথ্য:

১. বিমানবালাদের বেতন দেয়া হয় একেবারেই ফ্লাইট টাইম ধরে। অর্থাৎ, বিমানের দরজা বন্ধ হওয়ার সময় থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত। ২. মদ্যপান করে বিমানে উঠলে তা মস্তিষ্কের ক্ষতি করতে পারে। যে কারণে বিমানবালারা নজর রাখেন কেউ মদ পান করে বিমানে উঠেছে কিনা।

৩. বিমানে পানি চাইলে তা সব সময়ই সিল্‌ড বোতল থেকে নিয়ে আসেন বিমানবালারা। খোলা বোতল বা জগ থেকে ঢেলে দেয়া পানি না খাওয়াই ভালো|৪. বিমানে ওঠার সময় তারা সঙ্গে হ্যান্ড-স্যানিটাইজার রাখেন। না হলে তাদের কিছুক্ষণ পরপরই হাত ধুতে হয়।তারা চেষ্টা করেন সিটের পেছনের ট্রেতে খাবার না রাখতে।

৫. ফ্লাইট চলাকালীন যাত্রীদের জানালার শাটার খুলে রাখতে বলেন বিমানবালারা। এর কারণ কোনো সমস্যা হলে তা যাতে তাৎক্ষণিকভাবে তাদের চোখে পড়ে। সূত্র: এবেলা

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD