বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তোলপাড় চলছে দেশের ক্রিকেটাঙ্গণে। গত শুক্রবার রাতে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তার আঙুলের চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান। সেখানে যাওয়ার পর অর্থোপেডিক সার্জন প্রফেসর গ্রেগ হয়কে নিজের বাঁ হাতের কড়ে আঙুল দেখিয়েছেন সাকিব। তার পরই সাকিব জানতে পারলেন তার বাঁ হাতের কনিষ্ঠায় অস্ত্রোপচার নাও লাগতে পারে।
এ প্রসঙ্গে সাকিবের বিকেএসপির কোচ ও মেন্টর মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের সঙ্গে আমার সবসময় যোগাযোগ হচ্ছে। সাকিব সেখানে ৭২ ঘণ্টা চিকিৎসক গ্রেগ হয়ের পর্যবেক্ষণে রয়েছে। এরপরই তার বিষয়ে কী করা যাবে, সেটা চিকিৎসক বুঝতে পারবেন।’
তিনি বলেন, ‘একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবে সাকিব। তবে গ্রেগের কাছে দেখিয়ে সন্তুষ্ট মনে হলে অন্য চিকিৎসকদের কাছে না-ও যেতে হতে পারে তাকে। গ্রেগ সাকিবকে বলেছেন, আঙুলের ফ্র্যাকচারে অস্ত্রোপচার না করে বিশেষ ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। সেটা কার্যকর হলে ব্যথা অনুভূত হবে না। এমনকি অস্ত্রোপচার আর নাও লাগতে পারে। তিন মাস পর সে খেলা শুরু করতে পারবে। এরপর যদি সে ব্যথা অনুভব করে, তাহলে আঙুলের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’