1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

উত্তরায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়া সহ অ-সামাজিক কার্যকলাপ চালাচ্ছেন একটি চক্র

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৮৭ পাঠক

স্টাফ রিপোর্টার,
রাজধানীর উত্তরায় ম্যারেজ মিডিয়ার চক্রের সদস্যদের হাতে প্রতারনার শিকার হয়েছেন অনেকেই। দুর দুরান্ত থেকে আসা বয়স্ক সাধারন লোকজন পত্রিকায় বিজ্ঞাপন দেখে সুন্দরী রমনীকে বিয়ে করে জীবনের বাকিটা সময় আনন্দে কাটানো কথা ভেবে সারা জীবনের উপার্জিত টাকা পয়সা নিয়ে ঢাকার উত্তরায় এসে এই চক্রটির হাতে প্রতারিত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে এই চক্রের সদস্যরা উত্তরার ভিবিন্ন সেক্টরে ফ্ল্যাট বাসা ১/২ মাসের জন্য ভাড়া নিয়ে এই ম্যারেজ মিডিয়ার ব্যবস পরিচালনা করে আসছে।তারা হলেন চক্রের প্রধান হোতা মোঃ দুলাল ওরফে (সুজন, রানা) তার পিতার নাম মোঃ বুলু মিয়া, গ্রাম কাশিমপুর, পোষ্ট-কেপুরন, থানা-দক্ষিন মতলব,জেলা চাদঁপুর। তার সাথে সহযোগি হিসেবে আছেন মানিক (২৭), মানিকের বোন জামাই অঙ্গাত(৩৫) তানিয় (২৭), রুমা (৩০)
জানা যায়, এই চক্রের সদস্যরা উত্তরার ভিবিন্ন সেক্টরে ১/২ মাসের জন্য ফ্ল্যাট বাসা ভাড়া নেয় এবং দেশের সুনামধন্য কিছু পত্রিকার পাত্র চাই শিরনামে বিজ্ঞাপন দেয়। এবং তাতে লেখা থাকে পাচঁ ওয়াক্ত নামজী পর্দ্যাশীল ৩৫ বছরের একজন মহিলার জন্য পাত্র চাই মহিলাটি পূর্বে বিবাহীত একটি বাচ্চা আছে স্বামী মারা গেছে এবং বাহিরে থাকেন বিয়ের পর স্বামীকে নিয়ে বাহিরে চলে যাবে। যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দেয়া থাকে। এদরনের মন কারা বিজ্ঞাপন দেখে গ্রামের সহজ সরল সাধারন মানুষ বিজ্ঞাপনে দেয়া মোবাইল নাম্বারে কল করলে তাদের ঢাকায় আসতে বলে এবং বলেন আগে মেয়েকে দেখেন পরে সব কথা পরে গ্রামের লোকজন ঢাকার উত্তরায় আসেন এবং উত্তরার বড় বড় রেস্তোরাতে মেয়ের সাথে দেখা করেন। পরে শুরু হয় সাধারন মানুষের সাথে প্রতারনা। চক্রটি সাধারন লোকজনদের বলেন বিয়ের পর আপনার তার সাথে বাহিরে চলে যেতে হবে তার জন্য আপনাকে প্রথমে তাকে বিয়ে করতে হবে এবং বাহিরে যেতে মোট ৬ লাখ টাকা লাগবে আপনি মোট ৩ লাক্ষ দিবেন আর বাকিটা মেয়ে দিবে। আর এমন প্রস্তাবে রাজি হয়ে যান সাধারন লোকজন পরে সময় করে বিয়ের প্রস্তুতি নিয়ে এসে প্রতারক চক্রের মেয়েকে বিয়ে করে দুইদিনের মধ্যে টাকা দিয়ে বাড়ি চলে আসলেই প্রতারক চক্রের সদস্যরা সুযোগ বুঝে ভাড়া বাসা চেন্জ করে ফেলে। এমনই প্রতারনার শিকার হন পঞ্চগড় জেরা সাবেক সেনাবাহীনির রিটায়াট অফিসার আব্দুল সোবাহান।
জানা যায়, বতর্মানে এই চক্রটি উত্তরাতে সক্রিয় ভাবে পুলিশ প্রশাসনের চোখে ধুলা দিয়ে এই ধরনের ব্যবসা পরিচালনা করে আসছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD