1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

বাংলাদেশি পাঁচ জন জনপ্রিয় খেলোয়ারের তালিকা প্রকাশ করল বিসিবি

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৮৪ পাঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট: দ্যা টাইগার্স বাংলাদেশি পাঁচ জন জনপ্রিয় খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে।

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ও তাদের লক্ষ করে বিভিন্ন স্লোগানকে ভিত্তি ধরেই এ তালিকা প্রকাশ করেছে পেজটি। তবে পেজের এই তালিকায় ৪ ও ৫ নম্বর ক্রিকেটারকে নিয়েই শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

তালিকায় দেখাযায়, ১ নম্বরে রয়েছে তামিম ইকবাল, ৪৪.৫৯ শতাংশ মানুষ তামিমে গুনগান গেয়েছে। যেখানে স্লোগান ‘তামিম একজন ই চোখ জুড়ানো ব্যাটসম্যান’।

তালিকার দুইয়ে, মাশরাফি বিন মতুর্জা তার স্লোগান ‘উই লাভ ম্যাশ ফ্রম আওয়ার পিওর হার্ট, ম্যাশ ইজ অ্যা ম্যানকাইন্ড অফ বাংলাদেশ হার্ট’। মাশরাফি পক্ষে র‌্যাটিং ২৬.৮৯ শতাংশ।

তালিকার তিনে থাকে মুস্তাফিজুর রহমানের র‌্যাটিং ১০.৪৯ এবং স্লোগান ‘ফ্যানটাস্টিক ফিজ’। আর তালিকার চারে লিটন দাস, র‌্যাটিং ৯.১৮ এবং স্লোগান ‘দ্যা হিটম্যান লিটন কুমার দাস’।

তবে লিটনের পরে সাকিবের জনপ্রিয়তা নিয়েই প্রশ্ন উঠেছে। তালিকার পাঁচে সাকিবকে রেখে স্লোগান দেয়া হয়েছে ‘সালাম বস… সাকিব.. আই লাভ ইউ’। তার র‌্যাটিং ৮.৮৫ শতাংশ।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD