জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
আর সেই দলে প্রথম বারের মত জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। যার ফলে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত মূল একাদশে জায়গা হয়নি তার। তবে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা রাব্বির এবার ভাগ্য খুললো।
এখন পর্যন্ত ৬৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৩.১৬ গড়ে ৭ শতক এবং ১৭ অর্ধশতকে মোট ৩৭১৫ রান করেছেন তিনি। এছাড়াও ৮০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। যেখানে ৪টি শতক এবং ১২টি অর্ধশতকে মোট ২২০০ রান করেছেন তিনি।
অন্যদিকে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ফিফটি হাঁকিয়েছেন রাব্বি। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি অর্ধশতক হাঁকিয়েছেন রাব্বি।