1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২২ জুন ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

পুরান ঢাকা আর কলকাতার ভাষায় কনার গান

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ১৪৩ পাঠক

ফের জুটি বাঁধলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা আর ওপার বাংলার গায়ক আকাশ সেন। দুজনে মিলে তৈরি করেছেন তাদের দ্বিতীয় গান। গানের শিরোনাম ‘ঢাকাইয়া মাইয়া কোলকাতার বাবু’। পূজা উপলক্ষে তৈরি করা হয়েছে গানটি।

নাজির মাহমুদের কথা ও সুরে এবারের গানটিতে রয়েছে বিষয় ও ভাষার ভিন্নতা। আর এই গানে মডেল হয়েছেন মডেল সামিয়া হক। গানটি পুরান ঢাকার ভাষায় গেয়েছেন কনা আর কলকাতার ভাষায় গেয়েছেন আকাশ সেন।

গান প্রসঙ্গে কনা বলেন, ‘পুরান ঢাকার ভাষায় প্রথমবারের মতো গান গেয়ে ভীষণ মজা পেলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

আকাশ সেন বলেন, ‘বাংলাদেশে ইতিপূর্বে বেশকিছু গান গেয়েছি আমি। এবারের গানটির কথা, সুর, সংগীত ও ভিডিওর আয়োজন ভীষণ ভালো লেগেছে। কলকাতা এবং পুরান ঢাকার ভাষার মিশেলে দারুণ একটি গান বানিয়েছেন নাজির মাহমুদ।’

বিকে শাহীন খানের পরিচালনায় তৈরি হয়েছে গানের মিউজিক ভিডিও। জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি প্রকাশ হবে শিগগিরই।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD