‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা দশের প্রতিযোগি ছিলেন সুমন নাথ অনন্যা। চূড়ান্ত প্রতিযোগিতার দিন বিচারকের প্রশ্ন H2O মানে কি? এমন প্রশ্নের উত্তরে অনন্যা বলে বসেন, এ নামে ধানমন্ডিতে একটি রেস্টুরেন্ট আছে। আর সে কথার রেশে রীতিমত সামাজিক মাধ্যমে বেশ ঝড় তোলেন সবাই। সামাজিক মাধ্যমে অনন্যার একথা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।
এমন উত্তর দেয়াতে নেটিজনদের কাছে তিনি ঠাট্টার পাত্র বনে যান, কিন্তু তাতে কি! এবারের আসরে মুকুট বিজয়ীর চেয়েও বেশি আলোচিত ছিলেন অনন্যা, সবার চেয়ে তিনি মানুষের কাছে বেশি পরিচিতি লাভ করেন। এভাবে দেশের সবার কাছে ঠাট্টার পাত্রি হয়ে ভাইরাল হওয়াতে তার কিছুদিন মন ভীষণ খারাপ ছিলো।
কিন্তু তার কাছের মানুষদের উৎসাহে তিনি আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠেন এবং তিনি তার স্বপ্নপূরণের লক্ষে এগিয়ে চলছেন। এমনটাই গো নিউজকে জানালেন সুন্দরী অনন্যা, তিনি বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে থেকেই আমি নিয়মিত অভিনয় করতাম, প্রতিযোগিতা নিয়ে ব্যস্ততার কারণে কিছুদিন অভিনয়ে বিরতিতে ছিলাম।’
তার অভিনীত নিয়মিত প্রচারিত ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’ যা বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে। এ প্রসঙ্গে অনন্যা গো নিউজকে বলেন, ‘আবারো আমি এই নাটকের শুটিংয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। গত মঙ্গলবার থেকে আমি শুটিংয়ে অংশ নিয়েছি। কমেডি ও পারিবারিক গল্পের এ নাটকে আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম অনন্যা। আমি ঢাকাতে পড়াশোনা করি এবং পাশাপাশি সাংবাদিকতা করি।’
হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নাটকে আরো অভিনয় করছেন-ড.এনামুল হক, শামীমা তুষ্টি, হাসান জাহাঙ্গীর, এ্যানি খান, আশরাফসহ আরো অনেকে।