ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন অনেক আগেই। এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি এবং দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।
পাকিস্তানের জিও নিউজ এ খবর জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, জাপানের ক্রিকেটারদের কোচিং করানোর প্রস্তাব দেয়া হয়েছে ইউনিসকে। পাকিস্তানি বংশোদ্ভূত জাপানের ব্যবসায়ী আবিদ হোসাইন এই প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রস্তাবটির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউনিস খান।
ফয়সালাবাদে জন্ম নেয়া আবিদ হোসাইন সব সময়ই চাইতেন পাকিস্তানি খেলোয়াড়রা যাতে জাপানে এসে এখানকার ক্রিকেটারদের অনুপ্রাণিত করেন। সেই ইচ্ছে থেকেই ইউনিসকে এই প্রস্তাব দেয়া। আবিদ জানান, তিনি ইউনিসকে টোকিও, হিরোশিমা ও নাগোয়াতে কোচিং করানোর প্রস্তাব দিয়েছেন।
এই ব্যাপারে ইউনিসের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি ব্যবসায়ী আবিদ হোসেনের সাথে এই প্রস্তাবের ব্যাপারে কথা বলেছেন। দেশটিতে ক্রিকেট অনেক জনপ্রিয় হলেও কোন আন্তর্জাতিক দল নেই।
সেখানে কোচিং করানোর ব্যাপারে তিনি কী ভাবছেন? ইউনিসের জবাব, দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন ।