মেয়ের বয়স ১০ বছরের ওপরে হলে জিন্স প্যান্ট পরা যাবে না— এমনটা সিদ্ধান্ত নিয়েছে ভারতের মধ্যপ্রদেশের নিম্নবর্গ হিন্দু সম্প্রদায় মালিগোষ্ঠী।
সপ্তাহব্যাপী স্থানীয় গরবা অনুষ্ঠানে মালিগোষ্ঠীর নেত্রী মানজুলা মালি এই ঘোষণা করেন। খবর: এনডিটিভি
প্রদেশটির আলিরাজপুর এলাকার মালিগোষ্ঠীর নেত্রী মানজুলা মালি বলেন, চলমান গরবা অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ১০ বছরের বেশি বয়স হলে কোনো মেয়ে জিন্সপ্যান্ট পরতে পারবে না।
তিনি জানান, শুধু বাইরেই নয়, ঘরের ভেতরেও জিন্স পরা যাবে না। জিন্স পরে কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে না।
এমন সিদ্ধান্তের কারণ প্রসঙ্গে মানজুলা বলেন, জিন্সের মতো পোশাক পরলে পুরুষরা নারীদের দিকে অশালীন দৃষ্টিতে তাকান। অতএব বিষয়টি আমাদের নারীদের বুঝতে হবে। পুরুষদেরও উচিত আমাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে আসা।
মালিগোষ্ঠীর প্রেসিডেন্ট হিম্মত মালি জানান, ছেলেরা মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় বলে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের ধর্ম ও সংস্কৃতির মর্যাদা রক্ষার্থে এটি পালন করা উচিত।