1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 16, 2025, 8:27 pm

‘আড়ালে একের পর এক নারীর শিকার করতেন আন্নু মালিক’

News desk | Dhaka24-
  • Publish | Saturday, October 13, 2018,
  • 154 View

‘আড়ালে একের পর এক নারীর শিকার করতেন আন্নু মালিক’

বলিউডে পুরোদমে চলছে #মিটু আন্দোলন। যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলছেন বলিউডের একের পর এক অভিনেত্রী। সম্প্রতি বাঙালি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের এক অভিযোগের পরপরই নড়েচড়ে বসেছে বলিউড মহল।

#মিটু-ঝড়ে ইতিমধ্যে নাম জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক থেকে শুরু করে পরিচালক কিংবা অভিনেতারা। এবার তাদের সঙ্গে যোগ হল ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পীর নাম। #মিটু-ঝড়ের কবলে পড়লেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার আন্নু মালিক।

মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন হালের আরেক জনপ্রিয় গায়িকা সোনা মোহাপাত্র।

আন্নু মালিক প্রসঙ্গে সোনার বক্তব্য, ওঁৎ পেতে একের পর এক সুন্দরী শিকার করতেন আন্নু। সোনা মোহাপাত্রের অভিযোগ, ‘আন্নু মালিক এমন একজন মানুষ, যিনি মানুষকে প্রায় সবসময় হেনস্তা করেন।’

এদিকে গায়িকা সোনা মোহাপাত্রের এসব অভিযোগ একতরফা অস্বীকার করেন আন্নু মালিক। তার বিরুদ্ধে এসব কুরুচীপূর্ণ অভিযোগ এমন কেউ করল যাকে তিনি চিনেন না, এমনকি তার সঙ্গে কখনও কোনো কাজ করেননি বলে দাবি করেন মালিক।

#মিটু-ঝড়ে কেন তাকে টানা হচ্ছে, সে বিষয়ে উল্টো প্রশ্ন করেন মালিক। একেবারেই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়ে দেন এ ভারতীয় সুরকার আন্নু মালিক।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD