নিজস্ব প্রতিবেদক,
শনিবার বিকেল সোয় ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন জসিমউদ্দিন রোড কমিউনিটি পুলিশিং বক্সের সামনে একটি মটরসাইকেল(ঢাকা মেট্রো-হ-৪১-৮৩৬৮) গাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ উত্তরা ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা ফায়ার সার্ভিসের নতুন সংযোজিত ফোর হুইলার গাড়ী দিয়ে দ্রুত মটরসাইকেল আগুন নিয়ন্ত্রনে আনে।
এঘটনায় গাড়িটির মালিক মোঃ শহিদুল কাজীকে গাড়ি সহ থানায় নিয়ে যায়।
এবিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, জসিমউদ্দিন এভিনিউ রোডে একটি মটরসাইকেলে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আগুন জ্বলিতেছে। তারপর উত্তরা ফায়ার স্টেশনে নতুন সংযোজিত ফোর হুইলার গাড়ী দিয়ে স্বল্প সময়ে মটরসাইকেলের আগুন নির্বাপন করতে সক্ষম হই। তিনি আরো জানান,দ্রুত আগুন নির্বাপনের কারনে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে।