1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

কথিত অলৌকিক চেচুয়া বিলের রহস্যের নায়ক চাঁন মিয়া!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ১৫০ পাঠক

ময়মনসিংহের ত্রিশালের চেচুয়া বিল। হাজার মুশকিলের আসান। এমন গুজবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিলের পাড়ে ছুটছে মানুষ। তবে বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কথিত অলৌকিক চেচুয়া বিলের রহস্য।

বেসরকারি টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, বিলকে ঘিরে অপপ্রচারের রহস্য জানতে পরিচয় গোপন রেখে চলে অনুসন্ধান। দেখা যায় রিক্সা-ভ্যান চালকসহ স্থানীয় কয়েক জনের একটি চক্র। তারা নারী-পুরুষকে আগ্রহের সাথে জানাচ্ছেন মুশকিল আসানের গল্প। দাবি করছেন নিজের চোখে দেখারও।

এক চালক বলেন, অন্ধ, বোবা, শ্বাসকষ্টের রোগীরা এই বিলে এসে সুস্থ হয়ে গেছেন। নিজের চোখে দেখেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, মিথ্যা কথা বলবো কেন? নিজের চোখেই দেখা।

অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, পানিতে সুস্থ হওয়ার দাবি করা প্রথম ব্যক্তি স্থানীয় চাঁন মিয়া। বাকপ্রতিবন্ধী চাঁন মিয়ার পরিবার প্রচার করেন বিলে গিয়ে অনেকটা সুস্থ বোধ করছেন তিনি।

তবে তার প্রতিবেশীরা বলছেন ভিন্ন কথা। তারা বলেন, চাঁন মিয়া বিলে ডুব দিয়ে নিজেই বলছেন ভালো আছেন। তবে কতটুকু ভালো আছেন সেটা আমরা জানি না। আরেক প্রতিবেশী জানান, পাশের বাড়ির আক্তারের মায়ের কিডনি সমস্যা। তিনিও বিলে ডুব দিয়েছেন। কিন্তু সুস্থ হননি।

চাঁন মিয়াকে ঘিরে গড়ে ওঠা গুজব দিনে দিনে মেলেছে ডালপালা। এতে লাভবান হচ্ছে স্থানীয়রা। বিলটিকে কেন্দ্র করে বসেছে দোকান। পরিবহন ভাড়া বেড়েছে চার গুন। পুলিশ বলছে, গুজব রটনাকারিদের সনাক্তে তদন্ত চলছে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, একে অপরকে দোষারপ করছে। এ বিষয়টা খতিয়ে দেখার দরকার আছে। আমরা অনুসন্ধান করছি। যারা প্রকৃত দোষী তাদের পেলে আইনের আওতায় নিয়ে আসব।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD