সমাজের বিভিন্ন প্রান্তে মিটু’র ঢেউ। অস্কার হোক বা ভারতে! অপ্রীতিকর যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন সব মহিলা সেলিব্রিটিরা। খেলার দুনিয়াতেও সেই ছোঁয়া।
এমন অনৈতিক কাণ্ড ঠেকাতে এবার যৌনতা সংক্রান্ত গাইডলাইন চালু হয়ে গেল নিউজিল্যান্ডের ক্রিকেটে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একগাদা নির্দেশনা জারি করা হয়েছে কিউয়ি ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। সেই গাইডলাইনে কী লেখা হয়েছে?
প্রকাশিত অংশ অনুযায়ী লেখা রয়েছে, ‘‘জীবনের বিভিন্ন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিংবা সম্মত হওয়ার ক্ষেত্রে বিষয়টি আরও প্রয়োজনীয়। যে রকম পরিস্থিতিই হোক না কেন, যৌন সম্মত বিশেষ গুরুত্বপূর্ণ।’’
পাশাপাশি আরও সংযোজন করা হয়েছে, ‘‘মনে রাখতে হবে, সম্মত হওয়ার অর্থ ভাল রকম যোগাযোগ গড়ে তোলা। যদি কারোর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলতে হয়, তাহলে আইনসঙ্গতভাবে সম্মত হতে হবে।’’
‘মিটু’ ক্যাম্পেনিংয়ের আবহে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের এমন পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবাহী।