এনবিএস –
টঙ্গীর পূর্ব আরিচপুরের গাজীবাড়ি এলাকায় গত শুক্রবার রাতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বখাটে মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এঘটনায় শনিবার টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ওই শিশুটি বাবা-মার সাথে এলাকার রফিক খানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন। গত শুক্রবার বিকেল ৫টার দিকে শিশু শ্রেণিতে পড়–য়া মেয়েকে তার মা লাকী বেগম পার্শ্ববর্তী আলাউদ্দিনের বাড়িতে প্রাইভেট পড়তে রেখে বাসায় ফিরে আসে। পড়া শেষে বাসায় ফেরার পথে পাশের বাড়ির স্থানীয় বখাটে ওই যুবক শিশুটির হাত থেকে ছাতা নিয়ে নিজ বাসায় ঢুকে পরে। ছাতা ফেরত নিতে সে তার বাসার সামনে গেলে আরিফ তাকে রুমে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটি চিৎকার চেচামেচি শুরু করলে পাশের ভাড়াটিয়ারা টের পেয়ে তাকে উদ্ধার ও ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে তার মা দ্রুত ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান ঊল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটক ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।