বন্ধই হয়ে গেলো ৪৪ বছরের স্মৃতি বিজরিত রাজশাহীর সর্বশেষ সিনেমা হল ‘উপহার’। অনেক বছর ধরে ব্যবসায় সুবিধে করতে না পারায় পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ হয়েছে হলটি। তবে হলটি যেভাবেই হোক চালু রাখতে জেলাটিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার রাত ৯টায় মালিকের নির্দেশনা অনুযায়ী নাকাব নামের একটি সিনেমার প্রদর্শনীর মধ্যদিয়ে বন্ধ হয়ে যায় রাজশাহীর স্মৃতি বিজরিত উপহার হলটি। হলের ব্যবস্থাপক তপন কুমার দাস বলেন, ‘এর মধ্য দিয়ে থেমে গেল গত ৪৪ বছরের কোলাহল। লোকসানের কারণে হলটি বন্ধ করতে বাধ্য হয়েছে মালিক পক্ষ।’
বৃহস্পতিবার রাতে শেষবারের মত সিনেমা দেখতে আসা রাজশাহী কলেজের শিক্ষার্থী আরিফ বলেন, ‘খুব মিস করব হলটিকে। দেশে অন্যতম বড় একটি বিভাগীয় শহরে একটি হলও থাকবে না বিষয়টা মানতে পারছি না।’
ব্যবস্থাপক তপন বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া হলটি প্রায় সাড়ে ২৪ কাঠা আয়তনের। এখানে একসঙ্গে এক হাজারের বেশি দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। ব্যবসা না হওয়ায় এটি বন্ধ করা হলো।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল বলেন, ‘প্রশাসন, মেয়র ও মালিকের সঙ্গে কথা বলে আমরা হলটি রক্ষায় চেষ্টা করবো। আমরা আশাবাদী হলটি ফের চালু হবে।’
জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ‘উপহার’ ছাড়াও মোট চারটি হল ছিল। এই উপহার হলটি ১৯৭৪ সালে স্নিগ্ধা নামে যাত্রা শুরু করে। এরপর কয়েক বছর বন্ধ থাকার পর ১৯৮৫ সালে ফের চালু হয়।