1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

কার জন্য নিজেকে ফিট করছেন অপু

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ১৪৬ পাঠক

মাঝে শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদসহ নানা ধরনের জটিলতার মুখোমুখি হন অপু বিশ্বাস। তবে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেননি এই অভিনেত্রী। চলতি বছর কলকাতার ছবি ‘শর্টকাট’ ও দেশীয় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে দুটির সিনেমার কাজ শুরু করেন অপু বিশ্বাস।

সর্বশেষ গত বছর ঈদে অপুর অভিনীত ‘রাজনীতি’, এ বছর ঈদে ‘পাঙ্কুজামাই’ নামে দুটি ছবি মুক্তি পায়। এরপর এখনো পর্যন্ত অপুর নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি।

এর অবস্থা সম্পর্কে নায়িকা বলেন, ‘শর্টকাট’ ছবির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। আর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির গান বাকি আছে।

তাছাড়া একটি নতুন ছবিতে কাজের প্রস্তুতি চলছে। সময় হলে জানতে পারবেন। তবে এর জন্য নিজেকে বেশ ফিটও করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, নতুন এই ছবির জন্য সাঁতার কাটছি, নিয়মিত ব্যায়ামও করছি। আরো বেশ ওজন ঝরাতে হবে। তাছাড়া দেশ–বিদেশে এখন কিছু বিশেষ স্টেজ শো করছি।

প্রসঙ্গত, ‘শর্টকাট’ ছবিতে অপু বিশ্বাসের নায়ক কলকাতার পরমব্রত ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী চৌধুরী।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD