রক্তাক্ত হলো নিষিদ্ধপল্লি৷ ২৫ বছর বয়সী এক যৌনকর্মীকে গলা কেটে খুন করল তারই এক খদ্দের৷ ভারতের এলাহাবাদের মীরগঞ্জে ঘটনাটি ঘটে ৷প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ৷ কিন্তু খবরটি জানাজানি হতেই স্থানীয় বাদশাহি মান্ডি পুলিশ ফাঁড়ির বাইরে বিক্ষোভ শুরু করে বেশকিছু সমাজসেবী সংগঠন৷ পরে বাধ্য হয়ে মামলা নেয় পুলিশ৷ এর পরই ঘটনাটি প্রকাশ্যে আসে৷
মীনা (ছদ্মনাম)২৫-বছরের ওই মহিলা ঢোলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ রাতে তার ভাড়া বাড়িতে তাকে খুন করা হয় বলে অভিযোগ৷ তার ভাড়া বাড়িটি রামরতি কা কোঠি নামে পরিচিত৷ কোনও বিষয়ে ওই ব্যক্তির সঙ্গে তার বচসা হয়েছিল৷ যার জেরেই খুন হয় মীনা৷
ওই মহিলার গোপনাঙ্গেও বেশকিছু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে৷ ওই বাড়ির অপর এক যৌনকর্মী যমুনা (ছদ্মনাম) জানায়, আচমকাই মীনার চিৎকার শুনতে পায় সে৷ সঙ্গে সঙ্গে তার ঘরে ছুটে যায় সে৷ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মীনা৷
অন্যদিকে, তাকে দেখেই ঘর পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিটি৷ কোনও মতে মীনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷কিন্তু তাকে ভরতি নেওয়া হয়নি৷ এর পর কলভিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷
সূত্র : কলকাতা ২৪*৭