মাত্র দুই বছর আগের কথা। ক্রিকেট বিশ্ব চিনতে পেরেছে আফগানিস্থানের লেগ স্পিনার রশিদ খানকে। আইপিএল এ সানরাইজ হায়দ্রাবাদ হয়ে চমৎকার পারফরম্যান্সে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বে। চারিদিকে শুধু রশিদ খানের নাম। ঠিক তখনই আফগানিস্তান আবিষ্কার করেন আরেক বিধ্বংসী স্পিনার মুজিবুর রহমানকে।
গত বছর অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা এই স্পিনার এখন বিশ্ব মাতাচ্ছেন। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে চমৎকার বোলিং পারফরমেন্স দেখিয়েছেন তিনি। তাই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গুলিতে এখন রশিদ খানের মতো জনপ্রিয় হয়ে উঠছেন আফগানিস্তানের এই স্পিনার। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলোতে তার পারফর্মেন্স নজরকাড়া।
সেই সুবাদে আসন্ন বিগ ব্যাশ টি-২০ লিগে তাকে দলে নিয়েছে ব্রিসবেন হেট। বিগ ব্যাশে খেলার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দেখা যাবে না আফগানিস্তানের এই স্পিনারকে। গতবছর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন মুজিবুর রহমান। রশিদ খানের পরিবর্তে তাকে দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।