1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

মাসে মাত্র ১৩ হাজার টাকা কিস্তিতে বিলাসবহুল গাড়ি!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ১০৭ পাঠক

মাসে মাত্র ১৩ হাজার টাকা কিস্তিতেই বিলাশবহুল গাড়ি কিনতে পারবে ক্রেতারা। পাঁচ বছরের সময়সীমার জন্য কিস্তিতে দেয়া হচ্ছে নতুন গাড়ি। (SUV) KUV100, TUV300, মাঝারি সাইজের SUV Scorpio, Marazzo ও XUV500 মডেলের গাড়িতে এ অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

KUV100NXT গাড়িটি কিস্তিতে নিতে মাসে দিতে হবে ১৩ হাজার ৪৯৯ টাকা এবং XUV500 মডেলের গাড়ির জন্য মাসে ৩২ হাজার ৯৯৯ টাকা।

নবরাত্রি ও দুর্গাপূজার আগে ভারতের বাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এচম দিচ্ছে এ অফার। আপাতত দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও পুনের বাসিন্দারা এ সুযোগ পাবেন। দ্বিতীয় পর্বে আরও ১৯ শহরে এ সুযোগ দেয়ার পরিকল্পনা করছে মাহিন্দ্রা।

প্রতিষ্ঠানটির প্রধান তথ্য কর্মকর্তা ভিএস পার্থস্বামী জানিয়েছেন, একটি নতুন শ্রেণির ক্রেতাকে নজরে রেখেই তারা এ অফার শুরু করছেন। ছোট ব্যবসায়ী থেকে বিভিন্ন পেশার মানুষের জন্য তারা এ অফার আনতে চলেছেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD