আজকেই মেয়েদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। সেই তালিকায় জায়গা হলো বাংলাদেশী দুই বোলারের। আর সেই তালিকায় যুক্ত হলেন দুইজন বোলার।
রুমানা আহমেদ আছেন ৭ নম্বরে ও নাহিদা আক্তারের অবস্থান ৯ নম্বরে। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে। চলতি বছরের জুন থেকে সব টি২০ ম্যাচকেই আন্তর্জাতিক মর্যাদা দেয়া হচ্ছে।
ফলে জুন থেকেই দলগুলোর হিসেব টানা হয়েছে। তাতে ২৭ ম্যাচে ৫২০৯ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের নামের পাশে রয়েছে ১৯৩ রেটিং পয়েন্ট। আইসিসি শুক্রবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ।
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের প্রত্যেকেই আছে শীর্ষ দশে। এই র্যাংকিনয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।