কয়েকদিন আগেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য খুব শিগগিরই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর ঐশীর জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পাশাপাশি ছুটে বেড়াচ্ছেন দিক-বেদিক।
দেশের শীর্ষ এই সুন্দরী দেশের শীর্ষ নায়কের নজরে পড়বেন না তা কী করে হয়। হ্যাঁ এবার ঢালিউড সুপারষ্টার শাকিব খানের সঙ্গেই দেখা গেল ঐশীকে।
জানা গেছে, চট্টগ্রামে দেশের অভিজাত ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনসের একটি শাখার উদ্ধোধনে গিয়েছিলেন তারা। প্রেমস কালেকশনসের শাখাটি উদ্বোধনের সময় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেখানে ঐশীর সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে আলাপ করতেও দেখা যায়। ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৭ ডিসেম্বর চীনে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঐশী।