1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

‘সাকিব এত বড় খেলোয়াড় হবে, সেটা শুরুতে কেউ চিন্তা করেনি’

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৭১ পাঠক

হঠাৎ করে দেশ থেকে উড়িয়ে নিয়ে এক ম্যাচ খেলানো হয়েছিল সৌম্য সরকারকে। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে রাখা হয়নি এ সৌম্য সরকারকে। তবে কেন রাখা হল না তাকে, এর কারন অবশ্য ছন্ন পতন ই হতে পারে।

সৌম্য বাদ গেলেও দলে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এশিয়া কাপে তিন ম্যাচে মাত্র ২০ রান করেছিলেন তিনি।

সৌম্য বাদ গেলে কেন শান্ত? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘কেন যুক্তি নেই, আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবে। তিনটা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে (খেলোয়াড় তৈরির) প্রক্রিয়াটা শেষ হবে না। ওকে (নাজমুল) আরেকটা সুযোগ দেওয়া উচিত।

আজকের প্রতিষ্ঠিত খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিককেও এভাবে সুযোগ দেওয়া হয়েছে। ক্যারিয়ার শুরুতে এসেই সবাই ভালো খেলে না। একটা খেলোয়াড়ের পেছনে আমরা অনেক বিনিয়োগ করি, তাই না? জাতীয় লিগের গত পর্বেও সে সেঞ্চুরি (১৭৩) করেছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে রান করেছে। এইচপিতে রান করেছে। বয়সভিত্তিক ক্রিকেটে রান করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে তৈরি হতে আরেকটা সুযোগ দেওয়া দরকার।’

সাকিব এত বড় খেলোয়াড় হবে, সেটা শুরুতে কেউ চিন্তা করেনি উল্লেখ্য করে তিনি আরো বলেন, ‘সৌম্য অনেক দিন ধরে খেলেছে। খেলোয়াড় হিসেবে সে তৈরি কিন্তু ছন্দে নেই। সেখানে শান্তকে (নাজমুল) আমাদের তৈরি করতে হবে। শান্ত-রাব্বী (ফজলে) এ ধরনের খেলোয়াড়দের সময় দিয়ে তৈরি করতে হবে। সৌম্য ছন্দে ফিরলে আবার দলে চলে আসবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সবাই ভালো খেলোয়াড় চাই। কিন্তু ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে কেন যেন পর্যাপ্ত সময় দিতে চাই না। যথেষ্ট ক্রিকেট না খেললে বুঝতে পারব না সে কতটা তৈরি। সাকিব এত বড় খেলোয়াড় হবে, সেটা শুরুতে কেউ চিন্তা করেনি।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD