ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা। সর্ব শক্তিমান আল্লাহ বান্দার প্রতিটি নেক চাওয়া-পাওয়ার প্রতি সদা-সর্বদা দৃষ্টি রাখছেন এবং তার ইচ্ছা অনুযায়ী বান্দার প্রার্থনা পূর্ণ করছেন। পার্থিব জীবনে সুসন্তান লাভ করা বাবা-মায়ের জন্য সবচেয়ে নিয়ামতের ব্যাপার।
সুসন্তান লাভের জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ (সূরা আলে ইমরান – ৩:৩৮)
বাংলা উচ্চারণ : রব্বি হাব্লী মিল্লাদুন্কা র্যুরিয়্যাতান্ ত্বোয়াইয়িবাতান্, ইন্নাকা সামী ‘উদ্ দু‘আ – য়্।
অর্থ : হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।