1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ঘটল অদ্ভূত কাণ্ড

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৮৭ পাঠক

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অদ্ভূত কাণ্ড ঘটেছে টস নিয়ে। দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। কিন্তু তার ভাগ্য চেষ্টা এবং পরিবর্তন করার জন্য জেপি ডুমিনিকে টসের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নেন তিনি।

মঙ্গলবার (৯ অক্টোবর) প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না জেপি ডুমিনি। কিন্তু তার হাতেই টসের কয়েন তুলে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। এর আগে টানা ছয়বার টস হেরেছেন তিনি। সেজন্যই টস জিততে বিশেষজ্ঞ ডুমিনিকে ডেকে আনেন এই অধিনায়ক। আর টস জেতেনও ডুমিনি। ম্যাচও জিতে নেন দক্ষিণ আফ্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পুরো ঘটনা পোস্ট করে তিনি লিখেছেন, ‘যা করেছি, তাতে খুশি। খেলার সঙ্গে সঙ্গে কিছু মজাও তো দরকার। বিশেষ করে টি-টুয়েন্টি ক্রিকেটে। হয়তো নতুন কিছু শুরু করলাম। ডুমিনি হল আমাদের স্পেশ্যালিস্ট কয়েন টসার।’

টস জেতার পর অধিনায়ক বলেন, ‘বলা হয় অধিনায়কের শক্তি হল নিজের দুর্বলতা ধরতে পারা। সেই কারণে আমি ডুমিনিক টস করার বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসেছি।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD