চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন অন্যদিনে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক- প্রযোজক ও অভিনেতারা। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়া এ তালিকায় আরও রয়েছেন বঙ্গকন্যে তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউতের মতো অনেকেই।
এবার অভিযোগের জালে জড়ালেন বলিউডের ‘তাল’-খ্যাত পরিচালক সুভাষ ঘাই। অভিযোগটি এনেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল কেট শর্মা। শনিবার (১৩ অক্টোবর) মুম্বইয়ের ভারসোভা থানায় তাঁর নামে লিখিত অভিযোগও দায়ের করলেন অভিনেত্রী-মডেল কেট শর্মা। ওই মডেলের অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে জড়িয়ে ধরে জোর জবরদস্তি চুমুও খেতে চেয়েছিলেন। তাঁকে দিয়ে মাসাজও করিয়েছিলেন।
অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের কেট বলেন, ‘গত ৬ আগস্ট তিনি (সুভাষ) আমাকে তার বাসায় ডেকেছিলেন। সেই বাসায় আরও পাঁচ-ছয়জন ছিলেন। তাদের সবার সামনে তিনি আমাকে বলেন তাকে ম্যাসাজ করে দিতে। এটি আমার জন্যে চরম বিব্রতকর ছিল।’
তার ভাষায়, ‘যা হোক, আমি তার বয়সের কথা বিবেচনা করে দুই-তিন মিনিট তাকে ম্যাসাজ করে দেই। তারপর, ওয়াশরুমে আসি হাত ধুতে। এমন সময় তিনি আমারে পেছন পেছন আসেন। আমার সঙ্গে কথা আছে বলে তার রুমে ডেকে নেন। সেসময় তিনি আমাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন।’
এরপর, তিনি সুভাষের বাসা থেকে চলে আসতে চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করেন কেট।
তবে এই প্রথম নয়, সুভাষ ঘাইয়ের নামে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউডে। সম্প্রতি সুভাষ ঘাইয়ের নামে অন্য এক মহিলাও যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সুভাষ ঘাই তাঁর পানীয়ে কিছু মিশিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন। ৭৩ বছরের পরিচালক ওই অভিযোগ ও অস্বীকার করে টুইট করেছিলেন, ‘#মিটু মুভমেন্টে যে কোনও কারও নাম জড়িয়ে দেওয়াটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সত্যতা যাচাই না করেই অতীতের কিছু ঘটনা হঠাৎই সামনে নিয়ে আনছেন কেউ কেউ। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ দিয়ে শুরু। তারপর একের পর এক তাবড়় তাবড় অভিনেতাদের নাম জ়ড়িয়ে যাচ্ছে #মিটু-তে। নানা পাটেকর, অলোক নাথ, কৈলাস খের, সাজিদ খান, বিকাশ বহেল এমনকি অমিতাভ বচ্চনের নামও জড়িয়ে গিয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হলেন সুভাষ ঘাই।