আগামী বছর ৫ই জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আর সেই আসরকে সামনে রেখে এরই মধ্যে নতুন দুই তারকাকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস। দক্ষিণ আফ্রিকা ৩২ বছর বয়সী ক্রিস্টিয়ান জোনকার ও সদ্য ১৮ পার করা আফগানিস্তানের কায়েস আহমেদকে দলে নেবার কথা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসন্ন বিপিএলে রাজশাহীর জার্সিতে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবারের মতো খেলেছিলেন জোনকার। ভারতের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৯ রান করেছিলেন তিনি।
অন্যদিকে ১৮ বছর ৫৯ দিন বয়সী কায়েস এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। তবে কিছুদিন আগেই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া যুব এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন এই লেগ স্পিনার। চার ম্যাচে ১০টি উইকেট শিকার করেন তিনি।
অন্যদিকে আসন্ন বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে চারজন ক্রিকেটারকে দলে রেখে দিয়েছে রাজশাহী। তারা হলেন- আইকন মোস্তাফিজুর রহমান, উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ।