1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন

বিপিএল এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সাতটি দলের চূড়ান্ত স্কোয়াড

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ১০৮ পাঠক

প্লেয়ার ড্রাফটে আগে ক্রিকেটারদের কেনার হিড়িক পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রতিটির ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। বিদেশি ক্রিকেটারদের দলে নিতে এই মুহুর্তে ব্যস্ত সময় পার করছে বিপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

ইতিমধ্যেই ইংল্যান্ডের জেসন রয়, এলেক্স হেলস, ডেভিড মালান ওয়েস্ট ইন্ডিজের এন্ডি রাসেল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে বিপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজি।বিভিন্ন তথ্য মতে এখন পর্যন্ত বিপিএলে সাতটি ফ্র্যাঞ্চাইজি মোট ২২ জন বিদেশি ক্রিকেটার কে দলে নিয়েছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া বিপিএলে দেশী এবং বিদেশী ক্রিকেটার তালিকা

ঢাকা ডায়নামাইটস
দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান  বিদেশি ক্রিকেটার : জেসন রয় (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

রংপুর রাইডার্স
দেশি ক্রিকেটার : মাশরাফি বিন মোর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু বিদেশি ক্রিকেটার : এলেক্স হেলস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি ক্রিকেটার : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন বিদেশি ক্রিকেটার : লিয়াম ডসন (ইংল্যান্ড), আসেলা গুনারাত্নে (শ্রীলংকা), শোয়েব মালিক (পাকিস্তান)।

খুলনা টাইটান্স
দেশি ক্রিকেটার : মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হাসান শান্ত বিদেশি ক্রিকেটার : ডেভিড মালান (ইংল্যান্ড), ডুইক রিগোরি (ইংল্যান্ড), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট সিক্সার্স
দেশি ক্রিকেটার : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার বিদেশি ক্রিকেটার : সন্দীপ লামিচানে(নেপাল),সোহেল তানভীর (পাকিস্তান), মার্টিন গাফটিল (নিউজিল্যান্ড)।

চিটাগাং ভাইকিংস
দেশি ক্রিকেটার : সঞ্জামুল ইসলাম বিদেশি ক্রিকেটার : রবি ফ্রাইনিক (দক্ষিণ আফ্রিকা),লুক রংকি (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা(জিম্বাবুয়ে)।

রাজশাহী কিংস
দেশি ক্রিকেটার : মোস্তাফিজুর রহমান, মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, জাকির হোসেন। বিদেশি ক্রিকেটার : ক্রিস্টিয়ান ইয়োকনার (দক্ষিণ আফ্রিকা), কায়েস আহমেদ (আফগানিস্তান)।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD