জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী ফজলে রাব্বি। এরপর থেকেই চারিদিকে নানা ধরনের কথা উঠছে। যেখানে ৩০ বছর বয়সে অনেক ক্রিকেটার ক্যারিয়ার শেষ হয়ে যায় সেখানে অভিষেক হতে যাচ্ছে রাব্বির।
এই বয়সে দলের চাহিদা পূরন করতে পারবেন?সেই সামর্থ্য থাকবে?তবে রাব্বি কিন্তু একা নয় বুড়ো বয়সে অভিষেক টাইগার দলের আরও বেশ কিছু ক্রিকেটারের। টাইগার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছিল এনামুল হক মনির।
বর্তমানে আম্পায়ারিংয়ে ক্যারিয়ার গড়া মনির ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় বয়স ছিল ৩৫ বছর ৫৮ দিন। এরপর ওয়ানডে ক্রিকেটে জাহাঙ্গীর শাহ বাদশা ১৯৮৬ সালে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ছিলেন। সেদিন তার বয়স ছিল ৩৬ বছর ২৫৫ দিন।
এছাড়াও ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল শুভাশিস রায়ের। ২০০১ সালের পর টেস্ট ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটারদের মধ্যেও শুভাশিষ সবচেয়ে বেশি বয়সী। ২৮ বছর ৪৪ দিন।