ভারতীয় পত্রিকা মানেই নিজেদের ভালো ভাবে প্রকাশ করে, বাংলাদেশকে হেয় করা। তবে মাঝে মাঝে আবার বাংলাদেশকে নিয়ে ভালোই লিখে তারা। ক্রিকেট নিয়েও ব্যতিক্রম নয়, নিজেদের বেলায় রংচং মাখলেও, বাংলাদেশি ও পাকিস্তানিদের তারা হেয় করে সবসময় ই।
এবার ভারতীয় বাংলা দৈনিক আনন্দ বাজার পত্রিকা ক্রিকেটের একটি বিশ্ব একাদশ করেছে। তবে সেই একাদশটি আহত ক্রিকেটারদের নিয়ে। সেই একাদশে বাংলাদেশের দুইজন খেলোয়ারকে রাখা হয়ছে।
তামিম ইকবাল ও সাকিব আল হাসান সহ বিশ্বের আরো ৯ জন আহত খেলোয়ার নিয়ে একটি একাদশ প্রকাশ করেছে। যে একাদশের নেতৃত্বে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।
চলুন দেখে নেই তাদের সেই অদ্ভুদ আহতদের একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, শার্দুল ঠাকুর, অক্ষয় পাটেল, ইশান্ত শর্মা, ইমাম-উল-হক, হাসিম আমলা, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ড্যে, আন্দ্রে রাসেল ও কেদার যাদব।