২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেছিলেন যুবরাজ সিং। টি-টোয়েন্টিতে তো বটেই, তিন সংস্করণ মিলিয়েই দ্রুততম অর্ধশতকের রেকর্ড সেটি। আফগান প্রিমিয়ার লিগে (এপিএল) এবার যুবরাজের সেই রেকর্ড স্পর্শ করে ফেললেন আফগান ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই।
টস জিতে শুরুতে ক্রিস গেইল, মুনাবেরা ও দারোইস রাসলিদের ঝড়ো ব্যাটিংয়ে ২৪৪ রানের বিশাল পুঁজি পায় বালখ লিজেন্ড। টি-টোয়েন্টিতে মাত্র ১২ বলে ফিফটি ছোঁয়ার সর্বোচ্চ রেকর্ড ছুঁয়ে ফেলেন হজরতউল্লাহ জাজাই।
ম্যাচে মাত্র ১৭ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৩৬৪.৭০ স্ট্রাইক রেটে ৬২ রানে টর্নেডো ইনিংস খেলেন কাবুলের এ ওপেনার। এক ওভারে ছয় ছক্কার আরো রেকর্ড থাকলেও আফগান লিগে তিনিই প্রথম এই রেকর্ড গড়লেন।
তাছাড়া মাত্র ১২ বলে ফিফটি করে তিনি দ্রুততম ফিফটির রেকর্ডে ছুঁয়েছেন যুবরাজকে।হজরতউল্লাহ জাজাইয়ের এমন বিধ্বংসী ব্যাটিয়ের দিনে ২০ ওভারে ৭ উইকেটে ২২৩ রানে থেমেছে কাবুলের ইনিংস। ২১ রানে তারা ম্যাচটিতে হারালেও অনেক রেকর্ডের সাক্ষী হয়ে রইল এই ম্যাচটি।