রূপালি পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান-ক্যাটরিনা কাইফ। এই প্রথম তারা কোনো ছবিতে এক সঙ্গে অভিনয় করবেন। কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজার নতুন ছবি ‘এবিসিডি’তে দেখা যাবে নতুন এই জুটিকে।
রেমো ডি’সুজার ‘এবিসিডি থ্রি’র শুটিং শুরু হবে সামনের জানুয়ারি থেকে। দু’জনে আসলে কোন চরিত্রে আছেন, এবার জানা গেছে সে খবর। বরুণ এক জন ভারতীয় নৃত্যশিল্পী হিসেবে ছবিতে রয়েছেন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ক্যাটরিনাকে দেখা যাবে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে। দু’জনের দেখা হয় লন্ডনের একটি আন্তর্জাতিক ডান্স কম্পিটিশনে। ‘এবিসিডি টু’-এ বরুণের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন রেমো। তখনই বলে দিয়েছিলেন, পার্ট থ্রি-তেও বরুণকেই নেবেন। ক্যাটরিনাও নাচেন ভাল। এবার দু’জনের নাচের জুড়িদারি কেমন জমে, সেটাই দেখার বিষয়।
আপাতত আলিয়া ভাটের সঙ্গে বরুণ কার্গিলে কলঙ্কর শুটিং করছেন। অন্য দিকে ক্যাটরিনা ‘ভারত’-এর শুটিং করছেন আবু ধাবিতে।