পুবাইলে শাকিবের শুটিং হাউজেই চলছে শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং। এতে শাকিব খান, শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে উপস্থিত আছেন।
এ প্রসঙ্গে শাহীন সুমন বলেন, ‘পুবাইলে শাকিবের জান্নাত হাউজে ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং করছি। টানা কাজ করে যাচ্ছি। সিনেমাটির গল্পে বৈচিত্র্য রাখার চেষ্টা করছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এতে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম। এর আগে বিএফডিসির ৩ নং ফ্লোরে একটি আদালতের সেট নির্মাণ করা হয়। সেখানে ‘একটু প্রেম দরকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়।
সর্বশেষ শাকিবকে নিয়ে ‘লাভ ম্যারেজ’ সিনেমা নির্মাণ করেন এই পরিচালক। ২০১৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটি ব্যবসায়ীকভাবেও সফল হয়।