1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

বিয়ের পর ওজন কমানোর প্রতিশ্রুতি, দম্পতির তাক লাগানো চেহারা দেখুন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ১২৪ পাঠক

বিয়ের পর আপনি কীসের কীসের পরিকল্পনা করেন? হানিমুন? সিনেমা দেখার? বাইরে ঘুরতে যাওয়ার? দারুণ দারুণ খাওয়ার? কিন্তু এই দম্পতি জিম করে ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন বিয়ের পর।

ভারতের রাজস্থানের এই মারোওয়াড়ি দম্পতি কী ছিলেন আর কী হলেন, এই ছবি দেখে অবাক হচ্ছেন অনেকেই। মোটা হওয়া শুধু যে শরীরে নানা রোগের জন্ম দেয় না, জীবনযাপনকেও কঠিন করে তোলে।

কখনো বিভিন্ন জয়েন্টে ব্যথা, কখনো পেটের সমস্যা আবার কখনো চলতে ফিরতে সমস্যা হয়। কেউ কেউ এক জায়গায় বসে আর উঠতে না পারার সঙ্কটে থাকেন। মোটা হওয়ার নানান জ্বালা।

রাজস্থানের শহর যোধপুরের এই দম্পতি তিন বছরের পরিশ্রমে নিজেদের ফিটনেসকে এক উচ্চতায় নিয়ে গেছেন।

আদিত্য শর্মার (৪০) ওজন ছিল ৭২ কেজি এবং তার স্ত্রী গায়ত্রী শর্মার ওজন ছিল ৬২ কেজি। এখন গায়ত্রীর ওজন ১০ কেজি কমে গেছে এবং আদিত্যরও যত্নে গড়া সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট।

শুধু নিজেদের ফিট রাখতেই নয়, শহরের অন্য মানুষদের মধ্যেও ফিটনেস সংক্রান্ত সচেতনতা বাড়াতে এখন দু’জনেই যোধপুরে একটি জিম চালান।

মোটা হওয়া তুলনামূলক সহজ, কিন্তু ওজন কমাতে ততোধিক পরিশ্রম করতে হয়। এই দম্পতিও কঠোর পরিশ্রম করেছেন, ওজন কমিয়ে স্বাস্থ্যকর লাইফস্টাইল বেছে নিয়েছেন তারা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD