1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

অবাক বিশ্ব! ওয়ানডেতে ৫৭১ রানের জয় পেল অস্ট্রোলিয়ার নারীরা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ১১৮ পাঠক

অস্ট্রেলিয়ায় মেয়েদের ঘরোয়া ক্রিকেটে নর্দান ডিস্ট্রিক্টস ক্রিকেটকে যেন ছেলেখেলা বানিয়ে ফেলল! পোর্ট অ্যাডিলেডের বিপক্ষে ৩ উইকেটে ৫৯৬ রানের স্কোর গড়ে ৩৭১ রানের জয় তুলে নিয়েছে নর্দান ডিস্ট্রিক্টসের মেয়েরা! অবিশ্বাস্য হলেও এটাই ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ) আয়োজিত মেয়েদের প্রিমিয়ার লিগে।

গত রবিবারের ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫৯৬ রান তুলে নর্দান ডিস্ট্রিক্টস। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান নর্দান ডিস্ট্রিক্টসের চার ক্রিকেটার। তেগান ম্যাকফারলিন (৮০ বলে ১৩৬), ট্যাবি সাভিলে (৫৬ বলে ১২০), স্যাম বেটস (৭১ বলে ১২৪) ও ১৫ বছর বয়সী ডারসি ব্রাউন খেলেছেন ৮৪ বলে ১১৭ রানের ইনিংস। ওভারপ্রতি ১২ রান করে তুলেছে তারা। উইকেট পড়েছে মাত্র ৩টি। ৮৮ রান এসেছে এক্সট্রা থেকে।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১০০ রানও কতে পারেনি পোর্ট অ্যাডিলেড। না, ১০০ তো দূরের কথা; ৫০ রানও করতে পারেনি তারা। অল-আউট হয়ে গেছে মাত্র ২৫ রানে! অস্ট্রেলিয়ার নারী-পুরুষ যেকোনো পর্যায়ের ঘরোয়া ওয়ানডেতে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ২০১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের ম্যাচে ১ উইকেটে ৬৯০ রান তুলেছিল মপুমালাঙ্গা অনূর্ধ্ব-১৯ দল। তবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের দলীয় ইনিংসটি নিউজিল্যান্ডের মেয়েদের দখলে। গত জুনে আইরিশ মেয়েদের বিপক্ষে ৪ উইকেটে ৪৯০ রান করেছিল কিউইরা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD