November 8, 2025, 7:04 pm

আর্জেন্টিনাকে ‘হেয়’ ব্রাজিলীয় কোচের

Reporter Name 159 View
Update : Friday, October 19, 2018

মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দার কিংস আব্দুল্লাহ স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি প্রীতি হলেও লড়াইয়ে এর ছিটেফোঁটা ছিল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে চলেছে খেলা। আক্রমণ-পাল্টাআক্রমণের পসরা সাজিয়েছে দুদলই। উভয় দলই গোলের সুযোগ পেয়েছে। কিন্তু শেষ হাসি হেসেছেন সেলেকাওরা। ম্যাচে রেফারির বাঁশি বাজার ১ মিনিট আগে সাফল্য পেয়ে যান তারা।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে বলেন, আর্জেন্টিনা গোল পেতে চেষ্টা করেছে। আক্রমণে উঠেছে, কিন্তু তাদের আক্রমণগুলো ছিল ভঙ্গুর; যেন ছোট দলগুলোর মতো। তাদের চেয়ে আমরা সব দিক থেকে এগিয়ে ছিলাম। ওদের তুলনায় আমরা অনেক ভালো খেলেছি।

তিনি বলেন, ছেলেরা গোছানো খেলা খেলেছে। শেষ মুহূর্তে কর্নার কিক থেকে হেডে গোল এসেছে। এটি আমাদের প্রাপ্য ছিল। গোটা ম্যাচে আমরা আধিপত্য বিস্তার করে খেলেছি। অন্তিমলগ্নে তারই ফল পেয়েছি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর