রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স কতৃক ৮২ হাজার উপজাতি পরিবারকে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ,চবি এবং চট্টগ্রাম মহানগর শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইখতিয়ার ইমনের সঞ্চালনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ বলেন, টাস্কফোর্সের নাম দিয়ে ৮২ হাজার উপজাতি পরিবারকে পুনর্বাসনের নাম দিয়ে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের আজন্ম লালিত স্বাধীন জুম্মল্যান্ড করার যে পরিকল্পনা তা বাস্তবায়নের নীল নকশা করছে ।
তিনি আরো বলেন, টাস্কফোর্সের সদস্যরা শরণার্থী পুনর্বাসনের নাম দিয়ে সন্ত্রাসীদের পরোক্ষ মদদ দিচ্ছেন । অবিলম্বে তিনি টাস্কফোর্সের এই বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান ।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ বলেন, শরণার্থী পুনর্বাসনের নাম দিয়ে পার্বত্য চট্টগ্রাম উপজাতিদের সংখ্যা বৃদ্ধি করে তারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায় যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ ।
বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বলেন, পুনর্বাসনের নামে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে ।
সভাপতির বক্তব্যে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলী হোসেন বলেন, ৩৫ বছর ধরে ৩৮ হাজার বাঙালিদের যারা গুচ্ছগ্রামে বসবাস করে, যারা বাংলাদেশের নাগরিক, পুনর্বাসন যদি করতে হয় অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে করতে হবে ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, চবি শাখার যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মোহাম্মদ আসিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাঈম ইসলাম ফারাবী, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ ।