মঙ্গলবার (১৬ অক্টোবর) চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচটিতে দলের সঙ্গে ছিলেন না মেসি ও ডি মারিয়া।
তবে এবার শোনা যাচ্ছে, নভেম্বরে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টাইন দলে ফিরছেন ডি মারিয়া। এমনকি মেসিরও ফেরার সম্ভবনা দেখছেন অনেকে। যদিও বার্সা তারকা নিজ মুখেই জানিয়েছিলেন, চলতি বছর আর ফিরবেন না তিনি। কিন্তু তারপরও দলের খারাপ সময়ের কথা বিবেচনা করে কোচের অনুরোধে ফিরতে পারেন মেসি!
প্রসঙ্গত, বিশ্বকাপ পরবর্তীতে মেসির মতো আর্জেন্টিনার জার্সিতে অনুপস্থিত ডি মারিয়া। তবে মেক্সিকোর বিপক্ষে দুই জনের উপস্থিতি দলের শক্তি বাড়াবে দ্বিগুণ।