বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে দল। তবে আসন্ন সিরিজে ইনজুরির কারণে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
সাকিবের জায়গা পূরণ করার মতো দলে কেউ নেই। তবে মিরাজকেই বাড়তি দায়িত্বটা দেয়ার কথা ভাবছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপু একজন স্পিনার। সে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করে দেখিয়েছে। আমরা জানি সে ওডিআইতে ভালো বল করতে পারে। যদি অপু খেলে তবে আমাদের দুইজন ভালো মানের স্পিনার থাকবে। তাছাড়া রিয়াদও অনেক ভালো বোলার।’
তিনি আরো বলেন, ‘ফজলে রাব্বী যদি খেলতে পারে তাহলে তাকে দিয়ে কিছু ওভার বোলিং করিয়ে কাজে লাগাতে পারব। সাকিব মেধাবী স্পিনার, ব্যাটসম্যান, ফিল্ডার এবং কৌঁশলবিদ। তার বদলি আমাদের নেই। তবে আমাদের দলে মিরাজকে বিশেষ দায়িত্ব নিতে হবে।’