পূনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেই দলে রয়েছেন জিম্বাবুয়ের নামি খেলোয়ার টাটেন্ডা টাইবু। টাইবু ২০১২ সালে অবসরে গেলেও দলের প্রয়োজনে ফিরে এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বাংলাদেশ সম্পর্কে তার ভাবনা। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে টাইবু বলেন, ‘মর্তুজা অধিনায়ক হিসেবে আমার কাছে প্রিয়। সে অসংখ্যবার নিজেকে ভাল অধিনায়ক হিসেবে প্রমাণ করেছে।’
তিনি আরো বলেন, ‘তারপরে আমার পুরানো বন্ধু মুশির (মুশফিকুর রহিম) খেলা ভাল লাগে। সাকিবের কথা তো বলতেই হয়। এখন সে তিন নম্বরে নেমে ইনিংস মেরামতের কাজ করছে। দারুণ পরিকল্পনা। তামিমের মনোভাব দেখে মনে হয়, তাঁর কোন চিন্তাই নেই। আরও ভাল লাগে মাহমুদুল্লাহকে। আমার মনে হয়, আমার চুপ থাকাই ভাল। কেননা আমি পুরো দলের ক্রিকেটারদের নাম বলা শুরু করব (হাসি..)।’