প্রথমবারের মতো রওনক হাসান পরিচালিত ধারাবাহিকে গান গাইলেন মোশাররফ করিম। টম ক্রিয়েশনস প্রযোজিত ‘বিবাহ হবে’ ধারাবাহিকের নাটকের সূচনা সংগীত গেয়েছেন তিনি। তার সঙ্গে আরো গেয়েছেন তার স্ত্রী জুঁই করিম ও অভিনেতা আহসান হাবীব নাসিম। গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। ধারাবাহিকটির শূটিং একটানা ১১ দিন শেষে এখন চলছে সম্পাদনার কাজ।
রওনক বলেন, ধারাবাহিকটির প্রথম অংশের শূটিং শেষে সম্পাদনার পাশাপাশি এর শীর্ষ সংগীতের কাজটিও শেষ করলাম। গানটি দারুণ হয়েছে। আমি মুগ্ধ। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিঘ্রই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, জয়রাজ, ইন্তেখাব দিনার, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুলসহ অনেকে।