জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে ইমরুল-সাইফউদ্দিনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ের দুই ওপেনার মাসাকাদজা ও ঝুয়ায়ো। তবে নিজের প্রথম ওভারে বল করতে এসেই আঘাত হেনে উইকেটের দেখা পান কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। ৩৫ রান করা ঝুয়ায়োকে বোল্ড করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সেফাস ঝুয়ায়ো, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলাটি সরাসরি দেখতে… এই ক্লিক করুন….
মোবাইলে কিভাবে সরাসরি খেলা দেখবেন জেনে নিন। এখানে ক্লিক করুন….