1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে ঘটল এক অনন্য নজির!

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৭৭ পাঠক

ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন ইমরুল কায়েস। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ইমরুলের সেঞ্চুরি আর সপ্তম উইকেটে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে তার রেকর্ড গড়া জুটির ওপর ভর করে ৮ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। এই দুই জনের বাইরে রান পেয়েছেন কেবল মোহাম্মদ মিঠুন। ৬ ছক্কা আর ১৩ চারে ১৪০ বলে ১৪৪ রান করেন ইমরুল। সাইফ ফিরেন ৫০ রান করে।

এদিকে বাংলাদেশের ব্যাটিং সেশনে তৃতীয় ওভারের খেলা চলছে। জার্ভিসের করা ওভারের শেষ বলে লিটন দাস ক্যাচ তুলেন সিকান্দার রাজার দিকে। আর সেই ক্যাচটি তালু বন্ধী করলেও নিজেই নিশ্চিত হতে পারছিলেন না সিকান্দার রাজা। তাই রাজি নিজেই থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষন করলে মাঠের আম্পায়ররা থার্ড আম্পায়ার রড টাকারের কাছে পাঠান সিদ্ধান্ত। সেখানে রিপ্লে দেখা যায়, তার ক্যাচ ধরার পর বলটি মাটিতে স্পর্শ করে।

রড টাকার প্রথম যখন রিপ্লে দেখেন তখনো বুঝা যায়নি যে এটা মাটি স্পর্শ করেছে। কিন্তু যখন জুম করে দেখেন তখনই বুঝা যায় এটা মাটি স্পর্শ করেছে।

সাধারনত এমন ক্যাচ ধরলে অনেকেই উইকেটের আনন্দে উল্লাস করেন। যদি আম্পায়ার দিয়ে দেয়!

তবে এক্ষেত্রে রাজা ব্যাতিক্রম ছিলেন এবং নিশ্চিত না হওয়ায় আম্পায়ারের দৃষ্টি আকর্ষন করে একজন সত্যিকারের খেলোয়ারের পরিচয় দিয়েছেন। আজ খেলার মাঠে ঘটল এই অনন্য নজির!

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD