মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগার দলপতি মাশরাফি বিন মতুর্জা।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সারাজীবন মাশরাফির নাম স্বার্ণাক্ষরে লিখা থাকবে তার অধিনায়ক্ত, ডেডিকেশন ও দেশপ্রেমের জন্য। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে আমুল পরিবর্তন সাধিত হয়েছে।
মাশরাফির জন্ম বাংলাদেশের নড়াইল জেলায়। তার ডাক নাম কৌশিক, আজকের মাঠে বসে খেলা দেখার জন্য সুদূর নড়াইল থেকে ছুটে এসেছেন মাহবুব মুর্শেদ জাকল। ১নং মাইজপাড়া, নড়াইলের সাবেক এ চেয়ারম্যান পেশায় একজন আইনজীবি।
তিনি মাশরাফির ব্যপারে বলেন, ‘আইসিসিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসাটা বেড়েছে। কিন্তু কৌশিকের হাতে অধিনায়কত্ব আসার পর তো আর কিছু ভাবারই চিন্তা করিনি। শুধু আমাদের ছেলে বলেই না, মাশরাফির মতো দেশপ্রেমিক আর কোনো অধিনায়কের মধ্যে দেখিনি।’