ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন ইমরুল কায়েস। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ইমরুলের সেঞ্চুরি আর সপ্তম উইকেটে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে তার রেকর্ড গড়া জুটির ওপর ভর করে ৮ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। এই দুই জনের বাইরে রান পেয়েছেন কেবল মোহাম্মদ মিঠুন। ৬ ছক্কা আর ১৩ চারে ১৪০ বলে ১৪৪ রান করেন ইমরুল। সাইফ ফিরেন ৫০ রান করে।
২৭২ রানের লক্ষ্য তাড়ায় মন্থর ব্যাটিংয়ে ২৫ ওভারে একশ ছুঁয়েছে জিম্বাবুয়ে। সিফাস জুওয়াওয়ের ব্যাটে শুরুতে দ্রুত রান তোলা দলটি ক্রমশ পিছিয়ে পড়ে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে অতিথি ব্যাটসম্যানদের। ২৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১০০/৪। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ ২৮ রানের জয় পায়। এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।