কয়েকদিন আগেই খবর প্রকাশিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছে মুস্তাফিজকে। মুস্তাফিজের বদলি হিসেবে দলে ভেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকককে।
মুস্তাফিজকে নিয়ে ভারতীয় পত্রিকায় এমন খবর প্রকাশ! ভারতীয় অনলাইন লিখেছে, ধারাবাহিক ফর্ম হারানোর কারনে বাদ দেয়া হচ্ছে মুস্তাফিজকে।
তারা লিখেছে, মুস্তাফিজুর ২০১৬ সালে আইপিএল-এ প্রথমবার যোগ দিয়েছিলেন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। দু’ সংস্করণ সেখানে থাকার পরে তিনি গত বছরে যোগ দেন মুম্বইতে। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। ৭ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৭ উইকেট। তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।