জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মূল কৃতিত্ব ইমরুল কায়েসের। তারা দুর্দান্ত ১৪০ বলে ১৪৪ রানের ইনিংসের জন্যেই বড় লিড নেয় বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের সাথে দুর্দান্ত ইনিংস খেলে আজ ইমরুল কায়েস সাকিব আল হাসানকে টপকে গেছেন। বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের খাতা তামিম ইকবালের। তিনি ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন।
এ তালিকার পরেই অবস্থান মুশফিকুর রহিমের। তিনি সদ্য সমাপ্ত এশিয়া কাপের ম্যাচে ১৪৪ রান করেন। আর আজকে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ বলে ১৪৪ রান করে মুশফিকের পাশে যায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস।
আর এ তালিকার পরের অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১৩৪ রান করেছেন সর্বোচ্চ।