1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

ঘটনা ঘটিয়ে দিলেন ক্রিস গেইল

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৭২ পাঠক

গতকাল রবিবার আফগানিস্তানে প্রিমিয়ার লিগের ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ফাইনালে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরই ফলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করার ঘটনা ঘটিয়ে দিলেন তিনি।

এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংস খেলেছেন গেইল। যেখানে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান করেছেন তিনি। এরই ফলে সর্বোচ্চ রানের তালিকাতে শীর্ষে অবস্থান করছেন তিনি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৩৫৬টি ম্যাচে ৯৬২০ রান সংগ্রহ করেছেন তিনি। ৪৩১ ম্যাচে ৮৫১১ রান নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১২০৫২

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৯৬২০

কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৮৫১১

শোয়েব মালিক (পাকিস্তান) ৮০৯৩

সুরেশ রায়না (ভারত) ৭৯২৯

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD