1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

লঙ্কান টি-টোয়েন্টি দলে ফিরলেন মালিঙ্গা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৮৮ পাঠক

এক বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস।

দলের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিনেশ চান্দিমালও আছেন দলে।  ওয়ানডে সিরিজে ভালো না করলেও টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন কুশল মেন্ডিস।

মালিঙ্গা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। গত এশিয়া কাপ দিয়ে তিনি ওয়ানডে দলেও ফেরেন এক বছর পর।

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা হবে আগামী শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা দল: থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুসমন্থ চামিরা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাকশান সান্দাকান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD