1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 2:53 pm

ট্রেন উপকূল এক্সপ্রেসের যাত্রীদের ভোগান্তি চরমে

News desk | Dhaka24-
  • Publish | Saturday, October 27, 2018,
  • 170 View

খন্দকার শাহিন★
শনিবার,২৭ অক্টোবর ২০১৮:
ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের দুই ঘন্টা বিলম্ব। তাতে ট্রেনের যাত্রীদের ভোগান্তি চরমে দেখা যায়। ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনে থেকে বিকেল ৩.৫২ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকাল পাঁচটা পনের মিনিট পর্যন্ত ট্রেনের কোন সংকেতই দেয়া হয়নি।

নোয়াখালী অভিমুখী যাত্রী হান্নান জানান, সহজ যাত্রার উদ্দেশ্যে ২৬০ টাকা দিয়ে টিকেট কেটেছি, ট্রেনে এতো ভোগান্তি আগে জানলে বাচ্চা-কাচ্ছা নিয়ে বাসে চড়ে বাড়ি চলে যেতাম।

এদিকে বিকাল ৫ : ১৬ মিনিটে বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের মাইকিংয়ে জানানো হয় কমলাপুর রেলওয়ে স্টেশন উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসছে। তার আদা ঘন্টা পর উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনে এসে পৌছায় ও নোয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা ৫ : ৫৩ মিনিটে ছেড়ে যায়।

এর আগে এ বিষয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন মাস্টারের সাথে কথা বলতে চাইলে স্যার নাই বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানান,উপকূল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে সমস্যার কারনে যথাসময় বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনে আসতে বিলম্ব হয়।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD